অভয়নগরে করোনা রোগীর সর্বোচ্চ রেকর্ড \ হাসপাতালে শয্যা খালি নেই

স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগয় উপজেলায় আশংকা জনক হরে বেড়েছে করোনা রোগী। (আজ)সোমবার এ উপজেলায় ৬০ জন রোগী শনাক্ত হয়েছেন। এর আগে গত শনিবার শনাক্ত হয়েছিলো ২২ জন। এক সপ্তাহ আগে এখানে শনাক্ত হতো ১০ থেকে ১২ জন করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে গত শনিবার ১০৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। এর মধ্যে ৬০ জনের নমুনায় করোনা পজেটিভ ধরা পড়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান জনান, উপজেলায় আশংকাজনক হারে বেড়ে গেছে করোনা রোগী। উপজেলার গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে করোনা। তিনি আরো জানান, হাসপাতালের আইসলিয়েশনে রোগীর শয্যা খালি নেই। এখন রোগী আসলে অন্য কোথাও রাখতে হবে। বর্তমানে এ উপজেলায় ২২৯ জন করোনা রোগী রয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছে ২২ জন। বাকি রোগী বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত উপজেলায় ৯০০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৪ জন।