যশোরে ডিবি’র অভিযানে ইয়াবাসহ গ্রেফতার এক

প্রেস নোট: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যশোর কোতয়ালী মডেল থানাধীন নওদাগ্রাম সাকিনস্থ নওদাগ্রাম টু বোলপুরগামী ইটের ছলিং রাস্তার উপর মোঃ রুবেল হোসেন এর মুদি দোকানের সামনে হইতে আসামী ১।মোঃ রুবেল হোসেন(২৯), পিতা-মোঃ আতিয়ার বিশ্বাস, সাং-বোলপুর নওদাগ্রাম এ/পি-নওদা গ্রামস্থ অবঃ সার্জেন্ট সরোয়ার এর বাড়ির ৩য় তলার ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোরকে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার পূর্বক ইং-১৯/০৩/২০২১ তারিখ সকাল ০৭.১৫ ঘটিকার সময় জব্দ করিয়া কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন। এ ঘটনায় কোতয়ালী মডেল থানার মামলা নং-১১৮, তাং-১৯/০৩/২০২১ ইং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন
আইনের ৩৬(১) টেবিলের ১০(ক)।