Type to search

ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

ঝিকরগাছা

ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

 

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা ও নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ এই দু’টি স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়। শনিবার সকাল ১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জয়িতা অন্বেষণে বাংলাদেশ’র জয়িতাদের মাধ্যমে উপজেলার মোড়ে মানববন্ধন ও উপজেলা পরিষদের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইব্রাহীম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, জেডিও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদসহ আরো অনেকে। উল্লেখ্য, উক্ত আয়োজনের মাধ্যমে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে পদ্মপুকুর গ্রামের আলেয়া খাতুন, সফল জননী নারী ক্যাটাগরীতে কৃষ্ণনগর গ্রামের বন্দনা রায়, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী ক্যাটাগরীতে কামারপাড়া গ্রামের লুচিয়া বিশ্বাস ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষীকে উপজেলার মধ্য থেকে বাছায়কৃত ভাবে ফুলেল শুভেচ্ছা, ক্রেস, সনদ ও চাদর উপহার দেওয়া হয়।