Type to search

সুন্দলীতে মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

অভয়নগর

সুন্দলীতে মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,
যশোর জেলাধীন অভয়নগর থানার সুন্দলী ইউনিয়ন পরিষদ ভবন সভাকক্ষে গতকাল মানব পাচার প্রতিরোধে করণীয় ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির আয়োজনে এবং চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশন (সিআইএফএফ) এর সহযোগিতায় ৩ঘন্টার ওয়ার্কশপে সভাপতিত্ব করেন সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল। মানবাধিকার ও আইন সহায়ক কর্মসূচী ব্র্যাক-এর জেলা ব্যবস্থাপক শংকর রায় চৌধুরী ও অভয়নগর এইচআরএলএস অফিসার মো: শফিকুল ইসলামের উপস্থাপনায় ওয়ার্কশপে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দলী ইউনিয়ন আ’লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অধীর কুমার পাঁড়ে, সুন্দলী ইউনিয়ন আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক দীনেশ বিশ্বাস ও সমীরণ সরকার, সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম ধর, সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নীলকমল মন্ডল ও মিন্টু কুমার রায়, আনসার ভিডিপি সুন্দলী ইউনিয়ন দলনেতা সুরঞ্জন মল্লিক ও পূর্ণিমা মল্লিক, সুন্দলী ইউনিয়ন পরিষদ সচীব এনামূল হক, উদ্যোক্তা প্রসেনজিত মল্লিক, বিশেষ ব্যাক্তিত্ব অঞ্জনা মন্ডল ও মোছা: রিক্তা, ইউপি সদস্য মিনতী বিশ্বাস, মিনতী বিশ্বাস, দীপু রানী বর্মন, অর্ধেন্দু বিশ্বাস, তুষার কান্তি রায়, অপূর্বলাল ধর, মৃত্যুঞ্জয় বিশ্বাস, প্রকাশ বিশ্বাস, রাজকুমার হালদার, পবিত্র বিশ্বাস, ইকবাল হোসেন ও সুনীল কান্তি মন্ডল।