Type to search

সর্বহারা শ্রেণি, নিপীড়িত জাতি ও জনগণের মুক্তির আন্দোলনে আত্মোৎসর্গকারী কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড শেখ আব্দুল হাই কবি-এর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

অভয়নগর

সর্বহারা শ্রেণি, নিপীড়িত জাতি ও জনগণের মুক্তির আন্দোলনে আত্মোৎসর্গকারী কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড শেখ আব্দুল হাই কবি-এর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি তারিখ
আজ ১০ জানুয়ারি ‘২৩ মঙ্গলবার সাম্রাজ্যবাদ-সামন্তবাদ আমলা দালালপুঁজি বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী, সর্বহারা শ্রেণি, নিপীড়িত জাতি ও জনগণের মুক্তির সংগ্রামে আত্মদানকারী কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড শেখ আব্দুল হাই কবি-এর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াত বিপ্লবী নেতার মৃত্যুবার্ষিকী পালন কমিটির উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। বেলা ১২টায় বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা মৃত্যুবার্ষিকী পালন কমিটির সভাপতি জাহিদ শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জননেতা প্রকাশ দত্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি কৃষকনেতা হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক অধ্যাপক তাপস বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নড়াইল জেলা সভাপতি আক্তার হোসেন, যশোর জেলা ভারপ্রাপ্ত সভাপতি আশুতোষ বিশ্বাস। অন‌্যা‌ন্যের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন জাতীয় গণতা‌ন্ত্রিক ফ্রন্ট অভয়নগর থানা সভাপতি মনিরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি নড়াইল জেলা সভাপতি আহম্মত বিশ্বাস, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, অভয়নগর থানা সভাপতি আবু বক্কার সরদার, সাধারণ সম্পাদক সেলিম জমাদ্দার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ অভয়নগর থানা সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, সাংগঠনিক সম্পাদক নিয়ামুল হক রিকো, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট অভয়নগর থানা প্রচার সম্পাদক নাজিম উদ্দিন শেখ, হোটেল শ্রমিক ইউনিয়ন থানার সহ-সম্পাদক শিফাতুল্লাহ ও জাতীয় ছাত্রদল যশোর জেলা যুগ্ম-আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাস প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ৬ নং বাঘুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান তোয়েবুর রহমান, বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ মোহাম্মদ ইয়াহিয়া, সাবেক শ্রমিকনেতা ওয়াহিদুজ্জামান। সভাটি পরিচালনা করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট অভয়নগর থানা সহ-সম্পাদক মিজানুর রহমান টিটু। এর আ‌গে সকাল সাড়ে ১১টায় অভয়নগর উপজেলার ৬ নং বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে নিজ বাড়ির পাশে সমাধীস্থলে পুষ্পমাল্য অর্পণ করেন কমরেড শেখ আব্দুল হাই কবি-এর মৃত্যুবার্ষিকী পালন কমিটি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটি, নড়াইল জেলা কমিটি, অভয়নগর থানা কমিটি, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি অভয়নগর থানা কমিটি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ অভয়নগর থানা কমিটি, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নওয়াপাড়া শাখা, হোটেল শ্রমিক ইউনিয়ন অভয়নগর থানা কমিটি, বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পণ শেষে ১ মিনিট নিরবতা পালন ও শপথ পাঠ করেন উপস্থিত সকল নেতা-কর্মিবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, প্রয়াত কমরেড শেখ আব্দুল হাই কবি সমগ্র জীবন ধরে শ্রমিক-কৃষক মেহনতি জনগণ মানুষের মুক্তির জন্য নিজেকে উৎসর্গ করেছেন। বাংলাদেশ একটি নয়া ঔপনিবেশিক আধা সামন্তবাদী দেশ। এদেশে কখনো গণতন্ত্র ছিলো না এবং এখনো নেই। আমাদের মতো দেশে সকল কিছুর নিয়ন্ত্রক ও পরিচালক সাম্রাজ্যবাদ। তাই সাম্রাজ্যবাদ ও তার দালালদের উচ্ছেদের সংগ্রামই হচ্ছে জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। এ‌দে‌শের শ্রমিক-কৃষক-জনগণের দুঃখ-দুর্দশার জন্য দায়ীই সাম্রাজ্যবাদ ও তার দালালদের স্বার্থরক্ষাকারী স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। যে কারণে ক্ষমতাসীন প্রতিটি সরকারই জাতীয় ও জনস্বার্থকে উপেক্ষা করে প্রভুর স্বার্থ রক্ষা করে চ‌লে‌ছে। আজ বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মুখে গণতন্ত্র ও উন্নয়নের কথা বলে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করে চলেছে। আলোচকবৃন্দ আরো বলেন, বাজার পুনর্বণ্টন ও প্রভাব বলয় বৃদ্ধি নিয়ে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব সুতীব্র হয়ে বিশ্ব শ্রমিক শ্রেণি ও জনগণের সামনে বিশ্বযুদ্ধের বিপদ ঘনিয়ে আসছে। নেতৃবৃন্দ বিশ্বযুদ্ধের বিপরীতে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে নয়া-ঔপনিবেশিক দেশগুলোতে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব এবং পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দেশগুলোতে সমাজতান্ত্রিক বিপ্লব তথা বিশ্ব বিপ্লব সম্পন্ন করে নতুন সমাজ গড়ে তোলার আহবান জানান।