সদরঘাটে লঞ্চে আগুন


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন প্রথম আলোকে বলেন, অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, লঞ্চটি সদরঘাটে ভেড়ানো ছিল। আগুন লাগার সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না।

সূত্র জানায়, লঞ্চটি সদরঘাটের ৫ নম্বর পন্টুনে ভেড়ানো ছিল। লঞ্চের পেছনের অংশ দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়।
লঞ্চটিতে কীভাবে আগুন লাগল, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতেরও কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র : প্রথম আরো;