শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির ‘লাল-ঘাড় ডোরা’ সাপ উদ্ধার

তিনি বলেন, এই সাপটির ইংরেজি নাম রেড-নেক কিলবেক (Red-nacked Keelback)। লাল-ঘাড় ডোরা সাপ ছাড়াও বাংলায় একে লাল-ডোরা সাপ বলে। এরা দিবাচর অর্থাৎ দিনের বেলা বিচরণ করে। উত্তেজিত হলে গোখরা সাপের মতো মাথা উঁচু করে ফনা তুলতে পারে। এরা বিষধর এবং তাদের কামড়ে তীব্র বিষ লক্ষ্য করা যায়।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের মিশ্র চিরসবুজ বনের পরিত্যক্ত জলাশয়, আর্দ্র তৃণভূমি প্রভৃতিতে এদের পাওয়া যায়। এরা বিপন্ন প্রজাতি। শীঘ্রই তাকে স্থানীয় বনে অবমুক্ত করা হবে জানান সজল দেব। সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম