Type to search

‘লবণমুক্ত পানি সরবরাহে খুলনা ওয়াসার ২ বছর লাগবে’

খুলনা

‘লবণমুক্ত পানি সরবরাহে খুলনা ওয়াসার ২ বছর লাগবে’

অপরাজেয়বাংলা ডেক্স: খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আবদুল্লাহ জানিয়েছেন, চলতি বছর শুষ্ক মৌসুম শুরু হওয়ার আগে থেকেই অনাবৃষ্টি অস্বাভাবিক দীর্ঘ হওয়ার কারণে মধুমতি নদীর পানিতে লবণাক্ততার মাত্রা অনেক বৃদ্ধি পায়। সে কারণে লবণমুক্ত নিরাপদ পানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এ সমস্যা মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

আজ মঙ্গলবার (১ জুন) দুপুরে, ওয়াসার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এসময় মোঃ আবদুল্লাহ জানান, লবণমুক্ত পানি সরবরাহের জন্য ২ বছর সময় লাগবে। শুষ্ক মৌসুমের আগে পানি সংরক্ষণ করে রাখার জন্য আরও রিজার্ভার তৈরির চিন্তা-ভাবনা করা হচ্ছে।

ওয়াসার এমডি আরো বলেন, বর্তমানে মধুমতি নদী থেকে পানি এনে পরিশোধনের পর নগরীতে সরবরাহ করা হচ্ছে। খুলনায় নিরাপদ পানি সরবরাহের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে এবং অভিজ্ঞতা ও পর্যালোচনার মাধ্যমে সম্মিলিতভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে।

সংবাদ সম্মেলনে ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।সূত্র,ডিবিসি নিউজ