Type to search

র‌্যাব-৬, যশোর এর অভিযানে ১০৮৬ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ২

অপরাধ

র‌্যাব-৬, যশোর এর অভিযানে ১০৮৬ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ২

প্রেস রিলিজ

র‌্যাব তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।

২। ঘটনার বিবরণঃ যশোর র‌্যাব ক্যাম্পের পিসিসি নং- ৫৬/২২, তারিখ-০৭/০২/২০২২ খ্রিঃ মূলে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর এর একটি আভিযানিক দল মাদকদ্রব্য উদ্ধারমূলক ডিউটিতে নিয়োজিত হয়ে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা এলাকায় অবস্থান করা কালীন ইং ০৮/০২/২০২২ তারিখ সময় আনুমানিক ০৬.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ভারত থেকে পাচারকৃত ফেন্সিডিল বেনাপোল হতে কয়েকজন ব্যাক্তি একটি পিকআপে করে সাতক্ষীরা হয়ে বাইরের কোন জেলায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পিকআপ ভর্তি ফেন্সিডিল সহ রওনা হয়েছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল ইং ০৮/০২/২০২২ তারিখ ০৭.০০ ঘটিকায় সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন ০৩নং সরলিয়া ইউনিয়নের ০৪ নং ওর্য়াডের পাটকেলঘাটা সাকিনস্থ মেসার্স মজুমদার ফিলিং ষ্টেশনের সামনে সাতক্ষীরা টু খুলনা মহাসড়কের উত্তর পাশের্^ পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি নীল রঙ্গের হলুদ বর্ডারের পিকআপ ও পিকআপে থাকা দুই জন ব্যাক্তিকে আটক করে এবং অপর একজন ব্যাক্তি কৌশলে পালিয়ে যায়। পিকআপটি উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তল্লাশী করে ০৪ টি পাটের বস্তা হতে ১০৮৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। ধৃত আসামী ১। মোঃ সাগর হোসেন(২৫), পিতাঃ মোঃ হায়দার আলী, মাতাঃ রানি বেগম, সাং- রোড নং-১২৭, বাসা নং-১৪/সি, খলিশপুর, থানাঃ খালিশপুর, জেলাঃ কেএমপি, খুলনা ও ২। মোঃ সাদ্দাম হোসেন @ শাওন(২৬), মৃতঃ জমির উদ্দিন শেখ, মাতাঃ রহিমা বেগম, সাং-ওর্য়াড-০৭, কাশিপুর পোড়াবাড়ি মসজিদের পাশে, থানাঃ খালিশপুর, জেলা- কেএমপি খুলনা’দেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা দীর্ঘদিন যাবত অবৈধ ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে আসছে। পরবর্তীতে ধৃত আসামীদ্বয় ও পলাতক আসামী মোঃ মিল্টন (৩২), পিতাঃ মোঃ আনোয়ার হোসেন, মাতাঃ মোসাঃ বেনু বেগম, ওর্য়াড নং-০৭, পদ্মারোড, সাং- কাশিপুর, থানাঃ দৌলতপুর, জেলাঃ কেএমপি, খুলনা দের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সাতক্ষীরা জেলার পাটকেল ঘাটা থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ১০৮৬ বোতল ফেন্সিডিল সহ মাদক ক্রয়-বিক্রয়ের জন্য ব্যবহৃত ০১ টি পিকআপ, ০৪ টি মোবাইল ও ০৪ টি সিমকার্ড জব্দ করা হয়।

৩। উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদ্বয় ও পলাতক আসামীর সাতক্ষীরা জেলার পাটকেল ঘাটা থানায় হস্তান্তর করতঃ ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১৪(গ) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।