Type to search

রিজভী-এ্যানিসহ বিএনপির ৪৩৪ জন কারাগারে, রিমান্ডে ১৪

জাতীয়

রিজভী-এ্যানিসহ বিএনপির ৪৩৪ জন কারাগারে, রিমান্ডে ১৪

নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় বিএনপির ৪৩৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে। অপর ১৪ আসামির দুই দিনের রিমান্ড এবং বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও আব্দুল কাদের জুয়েলের জামিন মঞ্জুর হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিদের মধ্যে রয়েছেন— রুহুল কবীর রিজভী, আ. ছালাম, শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি, ফজলুল হক মিলন, খাইরুল কবীর খোকন ও শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই জাহিদুল আলম ৪৫০ আসামিকে আদালতে হাজির করেন। এদের মধ্যে ১৫ জনের সাত দিনের রিমান্ড এবং ৪৩৫ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিদের মধ্যে রয়েছেন— বিএনপির সহ-জলবায়ু সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, িবিএনপি নেতা শাহজাহান, এ কে এম আমিনুল ইসলাম ও ওয়াকিল আহমেদ।

এর আগে, গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতা-কর্মীকে আটক করেন পুলিশ। ওই ঘটনায় পল্টন মডেল থানায় পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন পুলিশ।