Type to search

যানবহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই পদ্মা সেতুর টোল প্লাজায়

জাতীয়

যানবহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই পদ্মা সেতুর টোল প্লাজায়

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবস্থিত পদ্মা সেতুর টোলপ্লাজা অনেকটাই ফাঁকা। এখান থেকে স্বাভাবিক গতিতেই প্রতিটি যানবহন টোল দিয়ে পারাপার হচ্ছে পদ্মা সেতু। মঙ্গলবার (২৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা সেতুর উত্তর প্রান্তে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। জানা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবহনের সংখ্যা বাড়তে শুরু করলেও টোলপ্লাজায় যানজট কিংবা অপেক্ষায় থাকতে কোন যানবাহন দেখা যায় নি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এরাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়তই মাইকিং করছে ও সেতুতে টহল দিচ্ছে যথারীতি।

সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, বাস, ট্রাক, প্রাইভেটসহ অন্যান্য ভারী যানবাহন যথারীতি পারাপার হচ্ছে। বর্তমানে গাড়ির কোনো চাপ বা যানজট নেই মাওয়া প্রান্তে। তবে কিছু কিছু পিকআপে করে মোটরসাইকেল পারাপার করতে দেখা গেছে। কেউ যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটায় সেজন্য সেতুতে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তদারকি অব্যাহত রেখেছে।