Type to search

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের মৃত্যু

যশোর

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোরের মৃত্যু

অপরাজেয় বাংলা ডেক্স : যশোর শিশু (বালক) উন্নয়ন কেন্দ্রে রকি সরেণ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (২ মে) খুলনা মেডিক্যার কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রকি খুনের মামলায় চার বছর আগে রাজশাহীর আদালতের মাধ্যমে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে আসে। সে রাজশাহীর তানোর উপজেলার সুলতান সরেণের ছেলে।

শিশু উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে রকি পেটের অসুখে ভুগছিলো। শনিবার (১ মে) তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। করোনা ভাইরাসের উপসর্গ থাকায় শনিবার মধ্যরাতে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়। বিকেলে তার মরদেহ শিশু উন্নয়ন কেন্দ্রে নেওয়া হয়। এরপর ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন রাতে বাংলানিউজকে বলেন, অসুস্থতাজনিত কারণে রকির মৃত্যু হয়েছে। আমরা ময়নাতদন্ত করাতে চেয়েছিলাম। কিন্তু তার পরিবারের সদস্যরা রাজি হননি। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা তাকে করোনায় আক্রান্ত বলে সন্দেহ করে। এরপর উন্নত চিকিৎসার জন্যে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসাপাতলে পাঠানো হয় সূত্র,বাংলানিউজটোয়েন্টিফোর.কম

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *