যশোর র্যাবের অভিযানে মাদক সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি
যশোর র্যাবের অভিযানে মাদক সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে বৃহস্প্রতিবার ইং ৩১/১২/২০২০ তারিখ ১৬.৪০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন ঝিকরগাছা রেল স্টেশন এলাকা হইতে অভিযান পরিচালনা করে ১। মোছাঃ সপ্না খাতুন @ কল্পনা (৩৮), পিতা-মৃত রফিকুল ইসলাম, মাতা-কদবানু বেগম, সাং-করিম আলী কন্দিপুর, থানা-শার্শা, ২। মোঃ আনছার আলী (৬৫) পিতা-মৃত মির আলী সরদার, সাং-মল্লিকপুর দিঘীর পাড়, থানা-ঝিকরগাছা, উভয় জেলা- যশোর দ্বয়কে ১.৫ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করে। উদ্ধার কৃত আলামত ও ধৃত আসামীকে যশোর জেলার ঝিকরগাছা থানায় হস্তান্তর করতঃ ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৯ (ক) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।