Type to search

যশোর রেলওয়ের দেড়শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

যশোর

যশোর রেলওয়ের দেড়শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

 

অপরাজেয় বাংলা ডেক্স : যশোরে ভ্রাম্যামাণ আদালত অভিযান চালিয়ে রেলওয়ের অবৈধ দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছেন।

আজ মঙ্গলবার সকাল দশটার দিকে খুলনা থেকে আসা বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল ইসলাম ও যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট হাফিজুল হক অভিযানের নেতৃত্ব দেন।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল ইসলাম সুবর্ণভূমিকে বলেন, যশোর রেলস্টেশনের পশ্চিম পাশে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান, বসতঘরসহ (কাঁচা-পাকা) বিভিন্ন স্থাপনা তৈরি করে জবর-দখল করে রেখেছে। বিভিন্ন সময় তাদের রেলওয়ের জায়গা ছাড়তে নোটিস দেওয়া হয়। কিন্তু তারা দখল ছাড়েনি। সেই কারণে আজ সকাল দশটা থেকে ওই সমস্ত স্থাপনা উচ্ছেদের কাজ চলছে।
তিনি আরো বলেন, মোট ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ তালিকায় রয়েছে। সবগুলোই উচ্ছেদ করা হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হক জানান, এই অভিযানে যশোর জেলা পুলিশ, জিআরপি এবং রেলওয়ের নিরাপত্তা কর্মীরা অংশ নিচ্ছেন।

সূত্র, সুবর্ণভূমি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *