Type to search

যশোরে ২৬ মধ্যে ১৫টিতে নৌকা জয়লাভ করেছে

যশোর

যশোরে ২৬ মধ্যে ১৫টিতে নৌকা জয়লাভ করেছে

অনলাইন ডেক্স থেকে: যশোরে সদর ও কেশবপুর উপজেলার ২৬ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে ১১টিতে নৌকা প্রতীকের প্রার্থী এবং চারটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। অন্যদিকে কেশবপুর উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে চারটিতে নৌকা প্রতীকের প্রার্থী ও ৬টিতে স্বতন্ত্র প্রার্থী জয় হয়েছেন। কেশবপুর সদর ইউনিয়নের ফলাফল স্থগিত রাখা হয়েছে। জয়ী ছয় স্বতন্ত্র প্রার্থীর মধ্যে চারজন আওয়ামী লীগের (বিদ্রোহী) এবং দুইজন বিএনপি নেতা। ফলাফল স্থগিত থাকা ইউনিয়নটিতে ভোটের হিসাবে নৌকা প্রতীকের প্রার্থীর চেয়ে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি নেতা) এগিয়ে আছেন।

কেশবপুর উপজেলা:

কেশবপুর উপজেলায় ত্রিমোহিনী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনিসুর রহমান, সাগরদাঁড়ি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত, মজিদপুর ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী হুমায়ুন কবীর, বিদ্যানন্দকাঠি ইউনিয়নে  বিদ্রোহী প্রার্থী আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের বিশ্বাস, পাজিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের জসিমউদ্দিন, সুফলাকাঠি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মুঞ্জুর রহমান, গৌরিঘোনা ইউনিয়নে নৌকা প্রতীকের এসএম হাবিবুর রহমান, সাতবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী গোলাম মোস্তফা এবং হাসানপুর ইউনিয়নে নৌকা প্রতীকের তৌহিদুজ্জামান বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

 

যশোর সদর উপজেলা:

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে নৌকা প্রতীকের আবু সিদ্দিক, চুড়ামনকাটি ইউনিয়নে নৌকা প্রতীকের দাউদ হোসেন, আরবপুর ইউনিয়নে নৌকা প্রতীকের আরশাদ আলী, দেয়াড়া ইউনিয়নে স্বতন্ত্র (বিদ্রোহী) আনিচুর রহমান, চাঁচড়া ইউনিয়নে স্বতন্ত্র (বিদ্রোহী) শামীম রেজা, রামনগর ইউনিয়নে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীমাহমুদ হাসান লাইফ, নরেন্দ্রপুর ইউনিয়নে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী রাজু আহমেদ, বসুন্দিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের  রিয়াজুল ইসলাম খান, ফতেপুর ইউনিয়নে নৌকা প্রতীকের সোহরাব হোসেন, কচুয়া ইউনিয়নে নৌকা প্রতীকের লুৎফর রহমান ধাবক, নওয়াপাড়া ইউনিয়নে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হুমায়ুন কবীর তুহিন, ইছালী ইউনিয়নে নৌকা প্রতীকের ফেরদৌসী ইয়াসমিন, লেবুতলা ইউনিয়নে নৌকা প্রতীকের আলিমুজ্জামান মিলন, উপশহর ইউনিয়নে নৌকা প্রতীকের এহসানুর রহমান লিটু ও কাশিমপুর ইউনিয়নে নৌকা প্রতীকের শরিফুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।