Type to search

যশোরে কৃষক সেজে সোনা পাচারের চেষ্টা, ১০ কোটি টাকার সোনাসহ আটক একজন

যশোর

যশোরে কৃষক সেজে সোনা পাচারের চেষ্টা, ১০ কোটি টাকার সোনাসহ আটক একজন

যশোরের চৌগাছা সীমান্ত হতে ১৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের ১শ’ ২৪ টি স্বর্ণের বারসহ শাহ আলম নামে একজনকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) দল । উদ্ধার কৃত সোনার দাম ১০ কোটি ১১ লক্ষ ৫০ হাজার টাকা। আটক শাহ আলম চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।  বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।

তিনি জানান, ২০ মে শুক্রবার সকালে তারা জানতে পারেন চৌগাছার কাবিলপুর সিমান্ত এলাকায় সোনার বার নিয়ে এক পাচারকারী অবস্থান করছেন। তাৎক্ষনিক তার নেতৃত্বে শাহজাদপুর বিওপি’র টহলদলের সদস্যরা  ওই এলাকায় অভিযান চালায়। সকাল সাড়ে ৮টার দিকে বড় কাবিলপুর শ্মশানঘাট এলাকায় রাস্তার উপর কৃষকের বেশে শাহ আলমকে দেখে তাদের সন্দেহ হয়।  পরবর্তীতে তার দেহ তল্লাশী করে কোমরের পিছনে বিশেষ ভাবে লুকিয়ে রাখা  এ সোনার বার উদ্ধার করা হয়।  একই সাথে শাহ আলমের মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।  তিনি আরও জানান,  এরআগেও শাহ আলম একাধিকবার সোনা পাচার করেছেন। যা বিজিবির কাছে স্বীকার করেছেন।  এ ঘটনায় শুক্রবার মামলা দিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হবে