Type to search

যশোরের পাঁচ মাগুরার চার নড়াইলের এক নমুনা পজেটিভ

যশোর

যশোরের পাঁচ মাগুরার চার নড়াইলের এক নমুনা পজেটিভ

অপরাজেয় বাংলা ডেক্স:  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় বুধবার দশজনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। মঙ্গলবার রাতে পরীক্ষা শেষে আজ সকালে এই ফল ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, এদিন তাদের ল্যাবে মোট ৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৭টি নেগেটিভ ফল দেয়।
মঙ্গলবার যশোর জেলার ৬১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচটি নমুনা পজেটিভ ফল দেয়।
এছাড়া মাগুরার দশ নমুনা পরীক্ষা করে চারটিতে করোনার অস্তিত্ব মেলে। আর নড়াইলের একটি নমুনা পরীক্ষা করা হয়। সেটি ছিল পজেটিভ। তবে ঝিনাইদহের পাঁচটি নমুনা পরীক্ষা করে সবকটি নেগেটিভ আসে।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত যশোর জেলায় মোট চার হাজার ৩৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে চার হাজার ৩৫ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৫০ জন।

সূত্র,সুবর্ণভূমি