Type to search

‘ভাত দে ভাত দে, নইলে লকডাউন তুলে লে’

জাতীয়

‘ভাত দে ভাত দে, নইলে লকডাউন তুলে লে’

অপরাজেয়বাংলা ডেক্স: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে সারাদেশে কঠোর ‘লকডাউন’ চলছে। তবে সেই  ‘লকডাউন’ প্রত্যাহার করে ঈদের আগে ব্যবসায়ী প্রতিষ্ঠান, মার্কেট ও দোকানপাট খুলে দেওয়ার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ হয়েছে।

রাজশাহী ব্যবসায়ী-কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে, থালা হাতে করে ‘ভাত দে ভাত দে, নইলে লকডাউন তুলে লে’ ইত্যাদি স্লোগানে দোকান খোলার দাবিতে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এই আন্দোলন কর্মসূচিতে সাহেব বাজার কাপড়পট্টির ব্যবসায়ীরাও ছিলেন।

স্বাস্থ্যবিধি মেনে তারা ঈদ উপলক্ষে দোকানপাট খোলা রাখতে চান তারা। তারা বলেন, গত ‘লকডাউনের’ সময় সরকারের দেওয়া প্রণোদনার অর্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের কেউই পাননি। পেয়েছেন হাতে গোনা কয়েকজন শিল্পপতি। যদি হাজার হাজার শ্রমিক নিয়ে বড় বড় কল-কারখানাগুলো সীমিত আকারে চলতে পারে, তবে তারা কেনো ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখতে পারবেন না? তারা স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপলক্ষে দোকানপাট খোলা রেখে আগের মত ব্যবসা করতে চান।

কর্মসূচিতে নেতৃত্ব দেন- রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ সভপাতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক সজল ইসলাম, বস্ত্র মালিক সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, আরডিএ মার্কেট কোকারিজ মালিক সমিতির সভাপতি হাজী তাপস, আরডিএ মার্কেট পাদুকা সমিতির সভাপতি রিপন আলী।

সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম