ভবদহ সমস্যার স্মারক লিপি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধী:
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ৬ দফা দাবিতে গত ৯ থেকে ১৩জানুয়ারী লাগাতার যশোর ডিসি অফিসের সামনে অবস্থান করতে থাকে। ডিসি মহদয় এ দাবী আমলে নিয়েছেন।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ৬ দফা দাবি এখন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আমরা ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, যারা জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পেতে যশোর ডি সি অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন। সাথে সাথে ধন্যবাদ জানান সকল সাংবাদিক বৃন্দদের যাদের সহযোগিতায় প্রচার হয়েছে বিশ্ব দরবারে।