বৃহস্পতিবার দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

বুধবার (০৯ জুন) বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয়ভাবে বুধবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করা হবে।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য জোটের সব নেতা-কর্মী ও গণতন্ত্রমনা মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম