প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৯:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২১, ৩:৩৮ পি.এম
বৃহস্পতিবার দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

অপরাজেয়বাংলা ডেক্স: স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষাসহ উৎপাদনশীল খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার (১০ জুন) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট।
বুধবার (০৯ জুন) বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয়ভাবে বুধবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করা হবে।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য জোটের সব নেতা-কর্মী ও গণতন্ত্রমনা মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.