Type to search

বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে এক নারী গ্রেপ্তার

অপরাধ জাতীয়

বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে এক নারী গ্রেপ্তার

অপরাজেয়বাংলা ডেক্স: আন্তর্জাতিক ও দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে ইশরাত রফিক ঈশিতা নামে এক নারী চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার (১ আগস্ট) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশি ও বিদেশি সংস্থার ভূয়া প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। কথিত তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক ওরফে বিশিষ্ট আলোচক ওরফে ডিপ্লোম্যাটবওরফে বিগ্রেডিয়ার জেনারেল ওরফে বিশেষজ্ঞ চিকিৎসক নানান পরিচয়ে প্রতারণা করে আসছিল সে। এরই পরিপ্রেক্ষিতে ইশরাত রফিক ঈশিতাকে সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।

দেশের বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে। তিনি অংশ নিয়েছেন বিভিন্ন টকশোতেও।সূত্র,ডিবিসি নিউজ