বিনা টিকেটে রেল ভ্রমণ, ৪২২ যাত্রীকে জরিমানা

অপরাজেয় বাংলা ডেক্স
ভৈরব রেলওয়ে সূত্রে জানা যায়, ভৈরব স্টেশনে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারী ১২টি আন্তঃনগর ও বিভিন্ন মেইল ট্রেনে অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় বিনা টিকিটে ভ্রমণকারী ৪২২ জন যাত্রীকে আটক করা হয়। পরে আটক যাত্রীদের কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ নগদ এক লাখ ৩২ হাজার ৯২০ টাকা আদায় করা হয়।
এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-১ মো. হামিদুল ইসলাম সাজ্জাদ।
সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম