Type to search

বাগেরহাটে সরকারি রাস্তার পাশে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ

জাতীয়

বাগেরহাটে সরকারি রাস্তার পাশে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ

আবু হানিফ, বাগেরহাট অফিসঃ বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের জনবহুল পাঁচরাস্তার মোড় এলাকায় সরকারি রাস্তার জায়গা অবৈধভাবে দখল করে গড়ে তোলা দোকান ঘরগুলি অবশেষে উচ্ছেদ করেছে প্রশাসন। রবিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন।
উপজেলা প্রশাসন জানায়, রুবেল তালুকদার, রবিউল গাজী, শামিম খান, শামিম মোল্লা ও শহিদুল ইসলামরা রাস্তার ফুটপথ দখল নিয়ে ফল, কনফেকশনারি, চায়ের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। অনেকে দখলদারদের কাছ থেকে ভাড়া নিয়েও এসব দোকানীরা তাদের ব্যাবসা পরিচালনা করে আসছিল।
ইউএনও জানান, সরকারি ফুটপাথ দখল করে রায়েন্দা বাজারের একটি প্রভাবশালী পরিবার দোকান ঘর তৈরি করে অগ্রিম টাকা নেয়াসহ ও নিয়মিত ভাড়া আদায় করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসায় ওই দোকানগুলি উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অন্য যারা অবৈধ দখলে আছেন তাদেরকে সাত দিনের সময় দেয়া হয়েছে। এর মধ্যে স্ব-উদ্যোগে স্থাপনা সরিয়ে না নিলে আইনগতভাবে উচ্ছেদ করা হবে।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *