Type to search

‘বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা যুবকদের টার্গেট করতে পারে তালেবান’

জাতীয়

‘বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা যুবকদের টার্গেট করতে পারে তালেবান’

অপরাজেয়বাংলা ডেক্স: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা যুবকদের টার্গেট করতে পারে তালেবান বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী।

আজ সোমবার (১৬ আগস্ট) ডিবিসি নিউজকে দেয়া এক সাক্ষাতকারে এমন আশঙ্কার কথা জানান তিনি।

এসময় শমসের মবিন চৌধুরী বলেন, ‘আমাদের সবচেয়ে বড় ভয়ের বিষয়, রোহিঙ্গা যুবকরা ধর্মীয়ভাবে নিপিরীত, নির্যাতিত, তারা সবকিছু হারিয়েছে। এই যুবকদের কিন্তু হারানোর কিছু নেই। এদেরকে তালেবানরা টার্গেট করবে। সবচেয়ে বেশি সদস্য তারা এখান থেকে পাবে। সেকারণে এই অঞ্চলের জন্যও এটা অনেক বড় হুমকি হয়ে দেখা দিবে।’

এসময় আফগানিস্তানে তালেবানের উত্থানে গভীর উদ্বেগ প্রকাশ করে সাবেক পররাষ্ট্রসচিব সমশের মবিন চৌধুরী আরও বলেন, ‘গত কয়েকদিন ধরে যেভাবে আফগানিস্তানের বিভিন্ন প্রাদেশিক রাজধানীগুলো তালেবানরা দখল করে নিচ্ছিল, তখনও আমরা ভেবেছিলাম যে কাবুল দখল করতে তালেবানরা আরও কিছুদিন সময় নিতে পারে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই শুধু কাবুল নয় কাবুলে অবস্থিত প্রেসিডেন্ট প্যালেসও তারা দখলে নেয়। সুতরাং এই যে পুরো আফগানিস্তান এখন তালেবানের দখলে, এটা কিন্তু আমাদের জন্য বা সারা বিশ্বের জন্য সুখবর নয় বরং এটা ভয়বহ একটি খবর। তালেবানের মতাদর্শের জায়গাটা এখনও আগের মতোই রয়েছে। তাদের মতাদর্শের পরিবর্তন এখনও পরিলক্ষিত হয়নি। অর্থাৎ আফগানিস্তান আবার সেই মধ্যযুগীয় একটি শক্তির নিয়ন্ত্রণে চলে গেল।’

তিনি আরও বলেন, ‘তালেবান এবার শুধু আফগানিস্তানের সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকবেনা। তারা তাদের মতাদর্শ এই অঞ্চলে বিস্তারের চেষ্টা করবে এতে সন্দেহ নাই, তাদের সেই শক্তিও আছে।’

আমরা পুলিশ এবং সরকারি মহল থেকে শুনেছি যে, বাংলাদেশ থেকে কিছু মানুষ ইতিমধ্যেই আফগানিস্তানে চলে গেছে। তারা আবার এদেশে প্রশক্ষিণ নিয়ে ফেরত আসবে। তালেবানের মতাদর্শের বিকাশের জন্য এদেশে ফেরত আসবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, আফগানিস্তানে নিজেদের জয়ী দাবি করে যুদ্ধ সমাপ্তির ঘোষণা দিয়েছে তালেবান। মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সৈন্যবাহিনী এরই মধ্যে আফগানিস্তান ত্যাগ করেছে। আজ সোমবার সকালেও পশ্চিমা দেশগুলোর নাগরিকদের ফিরিয়ে নিতে তোড়জোড় দেখা গেছে। কাবুলে অবস্থানরত বিদেশী নাগরিক ও যেসব আফগান দেশ ছাড়তে ইচ্ছুক, তাদের বিনা বাধায় দেশ ছাড়তে দিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ ৬০টি দেশ।সূত্র,ডিবিসি নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *