Type to search

প্রশান্ত কুমার হালদারকে ফেরাতে দুদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টিম গঠন

জাতীয়

প্রশান্ত কুমার হালদারকে ফেরাতে দুদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টিম গঠন

প্রায় ১২ হাজার কোটি টাকা আত্মসাৎ করে ভারতে গ্রেফতার প্রশান্ত কুমার (পি.কে) হালদারকে দেশে ফেরাতে তৎপর বিভিন্ন সংস্থা। চলছে চিঠি চালাচালি। এরইমধ্যে পি কে হালদারকে ফেরানোর সহযোগিতা চেয়ে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতে পাচার করা সম্পদের খোঁজ জানতে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ’কে চিঠি দিয়েছে দুদক।

আইন অনুযায়ী পি কে হালদারকে ফেরানোর ব্যবস্থা করতে ইন্টারপোলের বাংলাদেশ ও ভারত শাখাকে অনুরোধ জানানো হয়েছে।পি কে হালদারকে ফেরাতে দুদক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি টিম গঠন করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে ভারত যাওয়ার। ১৯ মে বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকর্মীদের এসব কথা জানান দুদকের ভারপ্রাপ্ত সচিব সাইদ মাহবুব খান। দুদকের ভারপ্রাপ্ত সচিব বলেন, একান্ত প্রয়োজন হলে আন্তঃমন্ত্রণালয় কমিটি পশ্চিমবঙ্গ ভ্রমণ করবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *