Type to search

পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

জাতীয়

পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

অপরাজেয় বাংলা ডেক্স

পাবর্ত্য শান্তি চুক্তি সাক্ষরের ২৩ বছরপূর্তি উপলক্ষ্যে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, নৈসর্গিক সৌন্দর্যের অপার আধার বাংলাদেশের তিন পার্বত্যজেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে এই অঞ্চলে ১৯৯৭ সালে দোসরা ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে চুক্তি সাক্ষরিত হয়।  এই অঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়ণ ও আঘ্রগতিতে এই চুক্তি ইতিবাচক ভূমিকা রাখবে বলেও জানান রাষ্ট্রপতি।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী অগণতান্ত্রিক সরকারগুলো পার্বত্য অঞ্চলের সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার পরিবর্তে নিজেদের স্বার্থের জন্য তাদের মাঝে বিভেদ সৃষ্টি করে। তবে বর্তমানে আওয়ামী লীগ সরকার পাবর্ত্য অঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়ণের জন্য নিরসলভাবে কাজ করে যাচ্ছে, যার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

সূত্র, DBC বাংলা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *