Type to search

পাটকেলঘাটায় মতবিনিময় কালে বর্তমান  সরকারের উন্নয়নের সফলতা তুলে ধরেন — ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান 

সাতক্ষীরা

পাটকেলঘাটায় মতবিনিময় কালে বর্তমান  সরকারের উন্নয়নের সফলতা তুলে ধরেন — ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান 

পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান শনিবার বিকাল ৫ টায়  পাটকেলঘাটায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বর্তমান সরকারের  বিভিন্ন সফলতা মানুষের মাঝে তুলে ধরেন। জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় সফল উল্লেখ করে তিনি বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে   আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার  হাতকে শক্তিশালী করতে আবারও নৌকা  প্রতীকের প্রার্থীকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। গনসংযোগ শেষে সন্ধ্যায়  ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে সর্বস্তরের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন  এ সময  উপস্থিত ছিলেন সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান , সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার  রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য স্বজল নন্দী,  ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনোয়ারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বিশ্বাস আনোয়ার হোসেন,  আব্দুল ওয়াদুদ, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি  শেখ তরিকুল ইসলাম,সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান মিন্টু, শেখ লাভলু প্রমুখ। গত পরশু তিনি কলারোয়ার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন।