Type to search

পত্নীতলায় এনএটিপি ফেস-২ প্রকল্পের সিআইজি সমিতির মাঝে মৎস্য উপকরন বিতরন

জাতীয়

পত্নীতলায় এনএটিপি ফেস-২ প্রকল্পের সিআইজি সমিতির মাঝে মৎস্য উপকরন বিতরন

 

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ মানসম্মত মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এনএটিপি ফেস-২ প্রজেক্ট (২য় সংশোধিত) এর আওতায় পত্নীতলা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে প্রদর্শনী চাষিদের মাঝে মৎস্য উপকরন বিতরন করা হয়েছে।

 

মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই উপকরন বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রদর্শনী চাষীদের মাঝে উপকরন তুলে দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার।

 

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, উপজেলা মৎস কর্মকর্তা আবু সাঈদ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, পত্নীতলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধরী, উপজেলা মৎস সম্প্রসারন কর্মকর্তা মহশিনা পারভিন, ক্ষেত্র সহকারী সুপদ চন্দ্র দাস, ক্ষেত্র সহকারী (ইউনিয়ন প্রকল্প) রাজেকিন হোসেন প্রমুখ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *