Type to search

নড়াইলে ১৩ ইউপি’র  ৮টি আ’লীগ, ৫টিতে স্বতন্ত্র বিজয়ী

নড়াইল

নড়াইলে ১৩ ইউপি’র  ৮টি আ’লীগ, ৫টিতে স্বতন্ত্র বিজয়ী

 উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইলে ১৩টি ইউনিয়নে শান্তি পূর্ণ ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ভোটে ৮টিতে নৌকা, ৪টিতে স্বতন্ত্র (আ’লীগ) ও ১টিতে স্বতন্ত্র (বিএনপি) নির্বাচিত হয়েছেন।
বিভিন্ন সূত্রে জানাগেছে, হবখালী ইউনিয়নে টিপু সুলতান (নৌকা), আউড়িয়া ইউনিয়নে এস এম পলাশ (নৌকা), মাইজপাড়া ইউনিয়নে জসিম মোল্যা (নৌকা), মুলিয়া ইউনিয়নে রবীন্দ্রনাথ অধিকারী (নৌকা), কলোড়া ইউনিয়নে আশিষ কুমার বিশ্বাস (নৌকা), চন্ডিবরপুর ইউনিয়নে আজিজুর রহমান ভূঁইয়া (নৌকা), সিঙ্গাশোলপুর সাইফুল ইসলাম হিট্টু (নৌকা), শেখহাটি ইউনিয়নে গোলক বিশ্বাস (নৌকা)।
শাহাবাদ ইউনিয়নে জিয়াউর রহমান স্বতন্ত্র (আ’লীগ), বাঁশগ্রাম ইউনিয়নে রফিকুল ইসলাম স্বতন্ত্র (আ’লীগ), ভদ্রবিলা ইউনিয়নে সজিব হোসেন স্বতন্ত্র (আ’লীগ), তুলারামপুর ইউনিয়ন টিপু সুলতান স্বতন্ত্র (আ’লীগ)। বিছালী ইউনিয়ন হেমায়েত হোসেন স্বতন্ত্র (বিএনপি) নির্বাচিত হয়েছেন।
এর আগে নড়াইলের ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্তু ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, নড়াইল সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ৩৮২ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *