Type to search

নৌকার দুই অফিসে আগুন, আ.লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

নড়াইল

নৌকার দুই অফিসে আগুন, আ.লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

অপরাজেয় বাংলা ডেক্স
নড়াইল পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুমান আরার পক্ষে প্রচার-প্রচারণাকালে আ’লীগের বিদ্রোহী প্রার্থী সরদার আলমগীর হোসেন ও তার সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় প্রার্থী আঞ্জুমান আরার মেয়ে সঞ্চিতা আহম্মেদ বাদী হয়ে ৬০ জনের নামে মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে, মঙ্গলবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে আওয়ামী লীগের দু’টি নির্বাচনি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা বলেন, গভীর রাতে পৌর এলাকার আদালতপুর ও ডুমুরতলা নির্বাচনি অফিসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুনে দু’টি অফিসের চেয়ার-টেবিল, ব্যানার ও পোস্টার পুড়ে গেছে।

এ ঘটনায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী সরদার আলমগীর হোসেন বলেন, আমার লোকেদের মারধর করেছে এবং আমাদের নামে যে মামলা দেওয়া হয়েছে সেটা মিথ্যা ভিত্তিহীন।

নড়াইল সদর থানা ওসি ইলিয়াস হোসেন জানান, মামলা রেকর্ড করা হয়েছে এবং ৬ জনকে আটক করা হয়েছে। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। সূত্র, DBC বাংলা