নিন্মমানের ইট ও বেলেমাটি ব্যবহার করে নড়াইলের এড়েন্দা-লুটিয়া সড়ক প্রশস্তকরণ

নড়াইল প্রতিনিধি
নড়াইলের এড়েন্দা-লুটিয়া সড়কের কাপেংটিং প্রশস্তকরণে নিন্মমানের ইট ও
বেলেমাটি ব্যবহারের অভিযোগ উঠেছে। ১৪শ ১মিটার সড়কের দু’পাশের্^ ২ ফুট করে
মোট ৪ ফুট প্রশস্তকরণের কাজ শুরু হলেও নিন্মমানের ইট, মাটি ও বেলেমাটি
দেয়া হচ্ছে।
লোহাগড়া উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার
এড়েন্দা-লুটিয়া সড়কে ৯২ লাখ টাকা ব্যয়ে ১৪শ ১মিঃ কাজটি প্রশস্তরণের কাজ
শুরু হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে মেসার্স তালুকদার
এন্টারপ্রাইজ। আগামি ৩ মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করার কথা।
আমাদা গ্রামের খসরু খাঁন, ঝিকড়া গ্রামের সাঈদ মোল্যা এবং কচুুয়াবাড়ি
গ্রামের আনিচুর রহমান অভিযোগে জানান, ইতোমধ্যে আমাদা, ঝিকড়া ও কচুয়াবাড়ি
পর্যন্ত প্রায় দু’কিঃমি পাকা সড়কের দু’পাশের্^ গর্ত খুড়ে যে মাটি দেওয়া
হচ্ছে তা কাঁদামাটি ও বেলে মাটি। এছাড়া অত্যন্ত নিন্মমানের ইট ব্যবহার
করে দায়সারাভাবে কাজ করা হচ্ছে। এতে করে সড়কটি টেকসই হবে না।
এ প্রসঙ্গে উক্ত কাজের ঠিকাদার মোঃ মহিউদ্দিনকে কয়েকবার টেলিফোন করলেও
তিনি ফোন রিসিভ করেননি। পরে তাকে ম্যাসেজ দিলেও সাড়া দেননি।
লোহাগড়া উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিম বলেন, প্রশস্তকরণে বেলে
মাটি ব্যবহার করা হলেও তাতে কোনো সমস্যা নেই। তবে সেখানে যে ইট ব্যবহার
করা হচ্ছে তা মানসম্মত নয়। ঠিকাদারী প্রতিষ্ঠানকে এ ইট পরিবর্তন করতে বলা
হয়েছে।