Type to search

নারায়ণগঞ্জে শিশু সোয়াইব হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

জাতীয়

নারায়ণগঞ্জে শিশু সোয়াইব হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

অপরাজেয় বাংলা ডেক্স

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ বছরের শিশু সোয়াইব হোসেন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও একজনের ১০ বছর কারদণ্ড দিয়েছেন আদালত।  

দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চার আসামির উপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জসিম উদ্দিন, রাজু মিয়া ও ফজল হক এবং ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন নাছির উদ্দিন।  এ মামলায় আরও চার আসামিকে খালাস দিয়েছেন আদালত।

চার আসামিকে খালাস দেয়ায় সোয়াইবের পরিবার রায়ে অসন্তোষ প্রকাশ করেছে এবং উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

২০১৩ সালের ২০শে ফেব্রুয়ারি শিশু সোয়াইব হোসেন নিখোঁজ হয়। ছয়দিন পর সোয়াইব হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোয়াইবের বাবা ১৩ জনকে আসামি করে মামলা করেন। আসামিদের গ্রেপ্তারের পর হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তারা।

সূত্র, DBC বাংলা