Type to search

নাটোরের পদ্মানদীর দুর্গম চরে বিদ্যুৎ সুবিধা পেয়েছে চরাঞ্চলের মানুষ

জাতীয়

নাটোরের পদ্মানদীর দুর্গম চরে বিদ্যুৎ সুবিধা পেয়েছে চরাঞ্চলের মানুষ

নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মানদীর দুর্গম চরে বিদ্যুৎ সুবিধা পেয়েছে চরাঞ্চলের সাড়ে ৩শ’ পরিবার। শনিবার বিকেলে উপজেলার পদ্মার চরাঞ্চলে চরজাজিরা ও দিয়াড়সংকর গ্রামে প্রথমবারের মতো বিদ্যুতায়নের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় সংসদ সদস্য বকুল বলেন, প্রায় পৌনে দুই কোটি টাকা ব্যয়ে নদীর মধ্যে দিয়ে খুটি পুতে ১১ কিলোমিটার সরবরাহ লাইন তৈরী করে প্রান্তিক জনগোষ্ঠিকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। যা এই চরাঞ্চলের লোকজন স্বপ্নেও কল্পনা করেনি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলেছে বাংলাদেশ। শেখ হাসিনা মানেই উন্নয়ন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। বিদ্যুৎ সংযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন চরাঞ্চলের মানুষ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালনা বোর্ডের সভাপতি ওয়াশছেক আলী সোনার, নির্বাহী প্রকৌশলী সাব্বিউল ফেরদৌস, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম মাহমুদুল হক মুকুলসহ স্থানীয় নেতাকর্মীরা।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *