Type to search

নওয়াপাড়ায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঘেরের কারণে শতাধিক মানুষ পানিবন্দি

অভয়নগর

নওয়াপাড়ায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঘেরের কারণে শতাধিক মানুষ পানিবন্দি

স্টাফ রিপোর্টার: অভয়নগরের নওয়াপাড়ায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা দুটি মাছের ঘেরের জন্য নওয়াপাড়া পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ড সংলগ্ন বুইকরা সরকারি কবরস্থান ও দেবুর মিল এলাকার শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পানিবন্দি এলাকার মানুষ চরম দূর্ভোগের শিকার হয়েছেন। ভুক্তভোগী পানিবন্দি মানুষেরা জানান, অপরিকল্পিতভাবে দুটি মাছের ঘের গড়ে তোলার কারণে পানি নিষ্কাসন হতে না পারায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাছাড়া তারা আরও জানান, পানি নিষ্কাশনের জায়গা বন্ধ করে এই ঘের করার জন্য দীর্ঘদিন ধরে তাদের বাড়ি-ঘরে, বাড়ির উঠানে পানি জমে চরম দূর্ভোগের সৃষ্টি হয়েছে। ৪নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল মালেক হাওলাদার জানান, দেড়মাস পানিবন্দি থাকার কারণে এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানিবন্দি এলাকায় ধীর্ঘদিন পানি বেঁধে থাকার জন্য এখানকার মানুষের চর্মরোগসহ পানিবাহিত নানাবিধ রোগ দেখা দিচ্ছে। অপর ভুক্তভোগী সুমা শেখ জানান, জনৈক প্রভাবশালী একজন মহিলা এই ঘের দুটি কিনে ঘেরের পাশ দিয়ে পানি চলাচলের রাস্তাসহ পোল বন্ধ করে দেয়ার কারণে এলাকাবাসীরা পানিবন্দি হয়ে পড়েছে। বিষয়টি সম্পর্কে স্থানীয় কাউন্সিলর মো. মিজানুর রহমান মোল্যা জানান, জলাবদ্ধতা সৃষ্টির বিষয়টি সঠিক। তবে দ্রুততার সাথে মিমাংসার প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করছি, অচিরেই এ বিষয়টির সমাধান হবে।