ধোলাইখালে সংঘর্ষে আহত বিএনপির ৬ নেতা–কর্মীসহ ৮ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন বিএনপির ছয় নেতা–কর্মীসহ আটজন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।
আহত নেতা–কর্মীরা হলেন পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আ. আজিজ মাহমুদ (২৮), জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি মো. মহিউদ্দিন রুবেল (৩৫), কলাবাগান থানা ছাত্রদলের সভাপতি মো. জাকিরুল আলম (৩২), ছাত্রদলের কেন্দ্রীয় নাট্যবিষয়ক সম্পাদক মো. এনামুল হক এনাম (৩৫), কবি নজরুল কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. মেহেদী হাসান আবির (২৯) ও বিএনপি কর্মী মো. ওবায়দুল (৪০)।