Type to search

তালার খলিষখালী টু পাটকেলঘাটা সড়কটি ৩ বছর ধরে সংষ্কারের প্রহর গুনছে। সাধারন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত

সাতক্ষীরা

তালার খলিষখালী টু পাটকেলঘাটা সড়কটি ৩ বছর ধরে সংষ্কারের প্রহর গুনছে। সাধারন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত

 পাটকেলঘাটা প্রতিনিধি।
সাতক্ষীরার তালা  উপজেলার খলিষখালী টু পাটকেলঘাটা সড়কটি প্রায় ৩ বছর ধরে সংষ্কারেন প্রহর গুনছে। কখন সড়কটি সংষ্কার হবে সেই প্রহর গুনছে পথচারীরা। সড়কটি তে এখন ধুলো বালি ছাড়া কিছুই দেখা যায় না। প্রতি মিনিট অন্তর বড় কড় গাড়ী যাতায়াত করছে আর ধুলোই ভর্তি হঢে যাচেছ মানুষের সমস্ত শরীর।
এখানেই শেষ নয় রাস্তার ধুলো বালি গুলো মানুষের নাকের ভিতর ঢুকে হাফানি কাশি  শ্বাস প্রশ্বাস ভারি হয়ে যাচেছ। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে  মানুষ অল্পদিনেি মৃত্যুর কোলে  ঢুলে পড়বে।
কোন পথচারীরা সড়ক দিয়ে সুস্হ ভাবে যেতে পারছে না। তাই সাধারন মানুষ সংশ্লিষ্ট ঠিকাদারের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছে।
সরজমিন   তালা এল জি ই ডি অফিসে গেলে  সসহকারী প্রকৌশুলী  রখীন্দ্রনাথ রায় জানান  ২০২০ সালে   উক্ত সড়কটি   ১ কোটি ৯৫ লক্ষ  ৫৫ হাজার টাকা অর্থায়নে   সাতক্ষীরা এল জি ই ডি   সড়কটি তালা রাকা এন্টার প্রাইজের  সত্বাধিকারী  তপন চক্রবর্তী নামে এক ব্যক্তিকে টেন্ডার দেয়। কিন্তু  ২০২১ সালে সড়কটি খুড়ে কিছু ইটের খোয়া দিয়ে রাখে। যা সড়কটিতে দিন দিন চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে।   এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার তপন চক্রবর্তী কে এল জি ই ডি পর পর তিন বার শোকেজ করলে ও কর্নপাত করে নি ঐ দুরনীতিবাজ ঠিকাদার। এ বিষয়ে বিভিন্ন  গনমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হলে ও ঠিকাদারের  কিছুই হয়নি।  বরং সে তার  রাস্তা সংষ্কারের সমুদয় টাকা হজম করে ফেলেছে। এ বিষয়ে তালা কলারোয়ার মাননীয় সংসদ সদস্য এড, মুস্তফা লুৎফুল্লাহ।  কে অবহিত করেও   কোন লাভ হয়নি। এ ভাবে ার কদ দিন চলবে। একটি সড়কেন জন্য সাধারন পথচারীরা শ্কাস কষ্ট হাফানি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচেছ। এ বিষয়ে  তালা উপজেলা  সহকারী প্রকৌশুলি রথীন্দ্রনাথ রায় জানান আপনারা যে ভাবে পারেন সে ভাবে রাস্তা করে নেন। আমরা সম্পূর্ন ব্যর্থ।   আমাদেন কিছু করার নেই।
সাধারন জনগনের প্রশ্ন আর কত দিন পর রাস্তা পিচেন কাজ শুরু হবে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *