Type to search

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে, ভূমি কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীর মৃত্যু

অভয়নগর

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে, ভূমি কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীর মৃত্যু

এইচ,এম,জুয়েল রানা ঃ যশোরের অভয়নগর উপজেলা চেঙ্গুটিয়া রেলক্রসিং পার হওয়ার সময় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ মঙ্গল বার সকাল পৌনে দশটার দিকে অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় রেলক্রসিংয়ে মোটরসাইকেলের সঙ্গে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ওই মোটরসাইকেল আরোহীর নাম চঞ্চল হোসেন(৩৬)। তিনি যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের আতিয়ার মোল্যার ছেলে। তিনি শার্শা উপজেলার ভুমি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।
নওয়াপাড়া রেলস্টেশন সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি গতকাল সকাল পৌনে দশটার দিকে অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় পৌঁছায়। এ সময় এলাকার অনুমোদহীন রেলক্রসিং দিয়ে চঞ্চল হোসেন মোটরসাইকেল চালিয়ে কিছুটা দূরে ট্রেনলাইনের ওপর উঠে পড়ে। ট্রেনটি মোটরসাইকেলটিকে সামনে নিয়ে প্রায় ৩০০ গজ দূরে চেঙ্গুটিয়া রেলস্টেশনের নিকটে গিয়ে দাঁড়িয়ে যায়। মোটরসাইকেলটি তখনও ট্রেনের ইঞ্জিনের সামনে ঝুলছিল। এতে চঞ্চলের দেহ খন্ডবিখন্ড হয়ে রেললাইনের পাশে পড়ে যায়।
নওয়াপাড়া স্টেশনমাস্টার মো. মহসিন রেজা বলেন,‘ একজন মোটরসাইকেলচালক অনুমোদনহীন চেঙ্গুটিয়া রেলক্রসিং পার হওয়ার সময় আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনেকেটে মারা গেছেন। ট্রেনটি সাত মিনিট থেমে পূনরায় ঢাকার উদ্দ্যেশে ছেড়ে গেছে।’
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক(এসআই) তারিকুল ইসলাম বলেন, ‘অভয়নগর উপজেলার মহাকাল অবৈধ রেলক্রসিংয়ে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক চঞ্চল হোসেন মারা গেছেন। তাঁর মরদেহ যশোর জেনারেল হাসপাতালে ময়ণাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। খুলনা জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’