Type to search

জীবনের ঝুকি নিয়ে চাকুরী বাঁচাতে ঢাকা মুখি গার্মেন্স শ্রমিক 

ময়মনসিংহ

জীবনের ঝুকি নিয়ে চাকুরী বাঁচাতে ঢাকা মুখি গার্মেন্স শ্রমিক 

 

প্রিয়ব্রত ধর,ময়মনসিংহ থেকে : কঠোর বিধিনিষেধের মধ্যেই আগামীকাল রবিবার (১ আগস্ট) থেকে পোশাক কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদের পরও যেসব পোশাক কর্মী গ্রামে অবস্থান করছিলেন এমন খবরে তারা এরই মধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন।

গণপরিবহন চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা পিকআপ, ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যান ও রিকশায় বাড়ি থেকে রওয়া হয়েছেন। এমনকী লড়ী ব্যবহার করেও শ্রমিক ছুটছে চাকুরী বাঁচাতে।

যানবাহন না পেয়ে অনেকে হেঁটে ছুটছেন গন্তব্যের পথে। আবার অনেকে গাড়ি পাওয়ার আশায় বিভিন্ন স্ট্যান্ডে ও সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে জড়ো হয়ে অপেক্ষা করছেন। করোনাভাইরাস সংক্রমণের মারাত্মক ঝুঁকি থাকলেও এসব শ্রমিকের কাছে চাকরি রক্ষা করাটা বেশি প্রয়োজন বলে উল্লেখ করেছেন তারা।

সরজমিনে ময়মনসিংহ  বিভাগের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেল পায়ে হেটেও হলে তারা কর্ম স্থানে পৌছাবে।এই করোনা পরিস্থিতে কোন অবস্থাতেই চাকুরি হারাতে রাজি নন তারা।