চৌগাছা ৬৩ টি মোটরসাইকেল জব্দ

শ্যামল দত্ত( যশোর)চৌগাছা থেকে
চৌগাছায় যশোর জেলা ট্রাফিক পুলিশ ৬৩টি মোটরসাইকেল জব্দ করে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫ পর্যন্ত বাজারের বিভিন্ন স্টান্ড ও পার বাজার বিভিন্ন গলিতে মোটরসাইকেল আটক করেন।যাদের মোটরসাইকেলের লাইসেন্স নেই, হেলমেট নেই, ড্রাইভিং লাইসেন্স নেই তাদের মোটরসাইকেল জব্দ করেছেন। ৬৩টি মোটরসাইকেল জব্দ করেন যশোর জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট
মেহেদী হাসান ও এ টি এস আই জাফর। চৌগাছা থানার ডিউটি অফিসার খোরশেদ আলম বলেন যশোর জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট মেহেদী হাসান মোটরসাইকেল জব্দ করেন থানার হেফাজতে রেখে গিয়েছেন। যশোর জেলা ট্রাফিক পুলিশ চৌগাছা মোটরসাইকেল জব্দ করার কাজে সার্বিক সহযোগিতা করেছেন থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ ।