চৌগাছায় নৌকার প্রার্থী তুহিনের পথসভা

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডাঃ তৌহিদুজ্জামান তুহিন নির্বাচনী প্রচারণা ও গনসংযোগ করেছেন। গনসংযোগ শেষে ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হয় এক পথসভার।শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-২ আসনের নৌকার প্রার্থী ডাঃ তৌহিদুজ্জামান তুহিন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোঃ মোস্তানিছুর রহমান।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল, সিংহঝুলী ইউনিয়ন চেয়ারম্যান হামিদ মল্লিক, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আওরঙ্গজেব চুন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, আনিছুর রহমান, সদস্য মোমিনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।