চার বিভাগের বৃষ্টির পূর্বাভাস

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, দেশের চার বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমিল্লায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময় ডিমলায় ৩১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
সূত্র: প্রথম আলো