Type to search

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় কারও করোনা শনাক্ত হয়নি, মৃত্যুও নেই

জাতীয়

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় কারও করোনা শনাক্ত হয়নি, মৃত্যুও নেই

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৬২৬। মোট মারা গেছেন ১ হাজার ৩৬২ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় উপজেলা ও শহরের কোথাও কারও করোনা পজিটিভ শনাক্ত হয়নি।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শূন্য দশমিক ৩১।

জাতীয়পর্যায়ে দেশে গত মঙ্গলবার সকাল আটটা থেকে গতকাল বুধবার সকাল আটটা পর্যন্ত করোনায় দুজনের মৃত্যু হয়। একই সময় দেশে ৮ হাজার ৭৩টি নমুনা পরীক্ষায় ৭২ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৮৯।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।

সূত্র : প্রথম আলো :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *