Type to search

ঘুর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুত যশোর প্রশাসন

যশোর

ঘুর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুত যশোর প্রশাসন

অপরাজেয়বাংলা ডেক্স : ঘুর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে যশোর জেলা প্রশাসন। জেলার আট উপজেলার স্কুল-কলেজ ও মাদ্রাসাকে আশ্রয়ন কেন্দ্র হিসাবে ব্যবহারে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে জেলা ও উপজেলা ভিত্তিক কমিটি গঠন করা হচ্ছে। সেইসাথে দুযোর্গ পরবর্তী প্রস্তুতি হিসেবে ত্রাণ সামগ্রী, শুকনা খাবার, জরুরি ওষুধ মজুদের পাশাপাশি বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হয়েছে।
জেলা ত্রান ও পুর্নবাসন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এনডিসি একেএম মামুনর রশিদ জানান, ঘুর্ণিঝড় ইয়াস মোবাবেলায় সকল ধরণের প্রস্তুতি নেওয়া আছে। তিনি বলেন, দুযোর্গ মোকাবেলায় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ৫৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া উপজেলাভিত্তিক কমিটি গুলো প্রস্তুত করা হচ্ছে। দুযোর্গ পরবর্তীকালে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ত্রাণ সামগ্রী, ওষুধ, খাবার স্যালাইন মজুদ করা হয়েছে। গঠন করা হয়েছে মেডিকেল টিম। এছাড়া ঘুর্ণিঝড়ের পরে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল করতে বিদ্যুৎ বিভাগের কর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে প্রস্তুতি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রস্তুতির অংশ হিসেবে আজ তারা যশোর কার্যালয়ে সভাও করেছে। সভায় কর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন।
তিনি বলেন, আগাম তথ্য না থাকায় গত বছর আম্পানে তেমন কোন প্রস্তুতি ছিলো না। তবে এবার ইয়াস মোকাবেলায় আগেভাগেই সকল প্রস্তুতি নেয়া হয়েছে। কর্মীদের মানসিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। যে কোন প্রয়োজনে রেড ক্রিসেন্টের কর্মীরা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করবে।সূত্র,সুবর্ণভূমি