গত ২৪ দিনে দেশে ডেঙ্গু শনাক্তের রেকর্ড, আক্রান্ত ৫ হাজার ৯১৭

অপরাজেয়বাংলা ডেক্স: প্রতিদিনই দেশে ডেঙ্গু আক্রান্তের রেকর্ড হচ্ছে। একদিকে কোভিড১৯ অন্যদিকে ডেঙ্গু, অনিশ্চিত আতঙ্ক এখন মানুষের মাঝে। যতোই দিন যাচ্ছে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।
গত ২৪ ঘন্টায় ঢাকায় নতুন ডেঙ্গু ভর্তি রোগী ২১২ জন। বাইরে নতুন ভর্তি রোগী ৪৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তিরোগী ১ হাজার ৭৭ জন।
এছাড়া ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ৯৮৮ জন । অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ডেঙ্গু ভর্তি রোগী রয়েছে ৮৯ জন।