Type to search

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওলজী বিভাগে জনবল সংকট

খুলনা

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওলজী বিভাগে জনবল সংকট

অপরাজেয় বাংলা ডেক্স
পর্যাপ্ত জনবল ছাড়াই চলছে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেডিওলজী বিভাগ। রির্পোটের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। সে কারণে এই হাসপাতালের ওপর নির্ভরশীল রোগীদের স্বাস্থ্যপরীক্ষার জন্য ছুটতে হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে।

খুলনা বিভাগের ১০ জেলাসহ পাশ্ববর্তী বিভাগ থেকেও রোগীরা সেবা নিতে আসেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্ত এখানে এসে রোগীদের পরতে হচ্ছে নানা বিড়ম্বনায়। সিটিস্ক্যান, এম আর আই, আলট্রাসনোসহ এক্সরে মেশিন নিয়ে গঠিত রেডিওলজী বিভাগে রয়েছে জনবল সংকট। নয়টি পদের বিপরীতে রয়েছে মাত্র দুইজন চিকিৎসক।

খুলনা বিএমএ’র সাধারন সম্পাদক ডাঃ মেহেদী নেওয়াজ জানান,’প্রচুর চিকিৎসক বিভিন্ন স্থানে ছড়িযে ছিটিয়ে রয়েছে। সরকার যদি তাদের প্রশিক্ষণের জন্যও রেডিওলজী বিভাগে দেন। তারা কিন্তু এটা করতে পারেন।’

প্রয়োজনীয় জনবল সরবরাহের জন্য মন্ত্রনালয়ে জানানো হলেও কোনো সমাধান মিলছে না।  খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মুন্সী মোহাম্মদ রেজা সেকেন্দার বলেন,’এ পদগুলো পুরন করার জন্য আমরা বার বার চিঠি দিচ্ছি। মন্ত্রণালয়কে অনুরোধ দ্রুত এই বিভাগটার শূণ্য পদগুলো পুরনের জন্য।’

জনবল সংকটের কারনে অল্প সংখ্যক রোগীকে সেবা দেয়া যাচ্ছে। ফলে বাকীদের ছুটতে হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে। সেখানে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন,’জনবল না থাকয় মানুষ সেবা থেকে বঞ্চিত। ফলে বেসরাকরি প্রতিষ্ঠানে ছুটতে হয়। জনবল যাতে সঠিকভাবে নিয়োগ হয়, সেটা আমাদের দাবি।’

হাসপাতালের আড়াইশ বেডের জন্য বরাদ্দ ২শ’ ৬৯ জন চিকিৎসকের বিপরীতে শুন্য রয়েছে ১শ ৪৪টি পদ। সূত্র, DBC বাংলা