Type to search

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ১০

খুলনা

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ১০

অপরাজেয়বাংলা ডেক্স: খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় ৫৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি। ২৪ ঘণ্টায় এ বিভাগে মারা গেছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে ১৫৭ জন সুস্থ হয়েছেন। বুধবার (৯ জুন) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এই তথ্য নিশ্চিত করেছেন।

রাশেদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় যশোর ও সাতক্ষীরায় শতাধিক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। খুলনা জেলায় রয়েছেন ৮০ জন, বাগেরহাটে ১৯ জন, যশোরে ১৪৩ জন, সাতক্ষীরায় ১০৮ জন, নড়াইলে ২৯ জন, মেহেরপুরে ১৩ জন, চুয়াডাঙ্গায় ১৯ জন, ঝিনাইদহে ১৭ জন, মাগুরায় ১৩ জন ও কুষ্টিয়ায় ৬৭ জন করোনা শনাক্ত হন। গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে ৪ জন,খুলনায় ৩ জন, যশোরে একজন ও কুষ্টিয়ায় দুজন করোনা রোগী মারা গেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৫১২ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬৯০ জন। খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হন চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। গত বছরের ২৩ জুলাই বিভাগে আক্রান্তের সংখ্যা ১০ হাজার এবং ১২ আগস্ট ১৫ হাজার ছাড়ায়। চলতি বছর ১ জানুয়ারি ২৫ হাজার, ৩০ মে ৩৪ হাজার, ৩ জুন ৩৫ হাজার ও ৭ জুন শনাক্তের সংখ্যা ৩৬ হাজার ছাড়ায়। ৯ জুনের রিপোর্টে শনাক্ত ৩৭ হাজার ৫১২ জন। মোট সুস্থ হয়েছেন ৩২ হাজার ৪১৯ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, খুলনা বিভাগের জেলাভিত্তিক হিসাবে এ পর্যন্ত সর্বোচ্চ ১০ হাজার ৯৭৯ রোগী শনাক্ত হয়েছে খুলনা জেলায়। এছাড়া বাগেরহাটে শনাক্ত হয়েছেন এক হাজার ৯২৮ জন, চুয়াডাঙ্গায় ২ হাজার ১১৭ জন, যশোরে ৭ হাজার ৬৯৯ জন, ঝিনাইদহে ৩ হাজার ১০ জন, কুষ্টিয়ায় ৫ হাজার ৩২১ জন, মাগুরায় এক হাজার ২৯২ জন, মেহেরপুরে এক হাজার ১০১ জন, নড়াইলে এক হাজার ৯৫৬ জন ও সাতক্ষীরায় ২ হাজার ১০৯ জন।

বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনায় ১৯১ জন, কুষ্টিয়ায় ১২২ জন, যশোরে ৮৪ জন, চুয়াডাঙ্গায় ৬৪ জন, ঝিনাইদহে ৫৭ জন, সাতক্ষীরায় ৪৮ জন, বাগেরহাটে ৫১ জন, নড়াইলে ২৭ জন এবং মাগুরা ও মেহেরপুরে ২৩  জন করে রয়েছেন।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ‘৯ জুন সকাল পর্যন্ত খুলনায় ৩৩১ জনের নমুনা পরীক্ষার পর ৮০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। ৯ জুন শনাক্তের হার ২৪ শতাংশ। আর ৩ জন মারা গেছেন।’

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ও খুলনা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মো. মেহেদী নেওয়াজ বলেন, ‘করোনা এখন আর স্থিতিশীল নেই, বরং উচ্চমাত্রায় সংক্রমণশীল।’

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) এবং করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ‘১০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ৯ জুন সকাল পর্যন্ত ১৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৫৭ জন। আর ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৫১ জন। মারা গেছেন ৯ জন।’

খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবের গত এক সপ্তাহের হিসাবে দেখা যায়, ১ জুন করোনা শনাক্ত হয় ২৫ দশমিক ৮৮ শতাংশ, ২ জুন ২৪ দশমিক ৪৬ শতাংশ, ৩ জুন ২৯ দশমিক ৭৩ শতাংশ, ৪ জুন ২৯ দশমিক ২৫ শতাংশ, ৫ জুন ২০ দশমিক ৯২ শতাংশ, ৬ জুন ২৬ দশমিক ৫৯ শতাংশ এবং ৮ জুন শনাক্ত হয় ৩৪ দশমিক ৮৪ শতাংশ।সূত্র,বাংলা ট্রিবিউন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *