খুলনায় প্রথম ধাপে এলো এক লাখ ৬৮ হাজার টিকা

অপরাজেয় বাংলা ডেক্স: খুলনায় প্রথম ধাপে এক লাখ ৬৮ হাজার করোনার টিকা এসেছে।
রোববার দুপুরে নগরীর স্কুল হেলথ ক্লিনিকে ভ্যাকসিন বহনকারী গাড়ি পৌঁছায়। খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ ১৩ সদস্যের টিকা রিসিভিং কমিটি ভ্যাকসিন গ্রহণ করে। চারটি আইএলআর (হিমায়িত বাক্সের মধ্যে সংরক্ষণ)-এ ১৪ বাক্স টিকা রাখা হয়েছে। প্রতিটি বাক্সে এক হাজার ২০০ ভাওয়েল রয়েছে। আর প্রতিটি ভাওয়েলে দশজনকে টিকা দেওয়া যাবে। সে মতে এক লাখ ৬৮ হাজার ডোজ রয়েছে এখানে।
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, ৯৭ হাজার ২৩০ জন সম্মুখসারির জনগোষ্ঠী প্রথম ধাপে টিকা পাবে। পরে প্রতি মাসে করোনা টিকা পাওয়া যাবে। ইতোমধ্যে প্রথম ধাপের টিকা প্রাপ্তদের প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। তবে তালিকায় নাম থাকলেও টিকা পেতে অবশ্যই নিজের এনআইডি ও মোবাইল নম্বর যুক্ত করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া যে কেন্দ্র থেকে টিকা নিতে ইচ্ছুক সেটা উল্লেখ করতে হবে ও সেখান থেকেই টিকা গ্রহণ করতে হবে। তবে ১৮ বছরের নিচের শিশু, গর্ভবতী, দুগ্ধবতী মা ও মুমূর্ষু রোগীরা এ টিকা নিতে পারবেন না।
তিনি বলেন, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ভয়ের কোনো কারণ নেই। দেশে যারা টিকা নিয়েছেন তারা সবাই ভালো আছেন।
তিনি জানান, প্রথম ধাপে খুলনা সদর হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বক্ষ্যব্যাধি হাসপাতাল, পুলিশ হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, বিজিবি হাসপাতাল, তালতলা হাসপাতাল ও লাল হাসপাতালে করোনার টিকা দেওয়া হবে। আর উপজেলা পর্যায়ে স্ব-স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা দেওয়া হবে। প্রতিটি টিকাদানকারী টিমে দুইজন টিকা প্রয়োগকারী ও চারজন স্বেচ্ছাসেবী থাকবেন। টিকা প্রদান কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
খুলনা সিভিল কার্যালয় সূত্রে জানা যায়, টিকা সংরক্ষণ করা হচ্ছে নগরীর স্কুল হেলথ ক্লিনিকে। এখানে ১৩টি এবং নয়টি উপজেলায় ১৭টি আইএলআরে টিকা সংরক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে টিকা দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে সর্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
নগরের টিকাদান কর্মসূচির কার্যক্রম পরিচালনা করবে খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ। সফল বাস্তবায়নে সিটি করপোরেশনের মেয়রকে সভাপতি ও একই সংস্থার চিফ মেডিকেল অফিসারকে সদস্য সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে উপদেষ্টা, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। প্রথম ধাপের টিকা প্রদান কার্যক্রম শুরু হবে ৭ ফেব্রুয়ারি। সূত্র, সুবর্ণভূমি