Type to search

খুলনায় নারী কাস্টমস কর্মকর্তার ১৩ বছর কারাদণ্ড

খুলনা

খুলনায় নারী কাস্টমস কর্মকর্তার ১৩ বছর কারাদণ্ড

অপরাজেয় বাংলা ডেক্স

চট্টগ্রাম কাস্টমস হাউজের সাময়িক বরখাস্ত থাকা কর্মকর্তা রাফেজা বেগম ওরফে নাজমা হায়দারকে দুদকের মামলায় ১৩ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক কোটি পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার খুলনার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক জিয়া হায়দার এ রায় ঘোষণা করেছেন।

রাফেজা বেগম ওরফে নাজমা হায়দার খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাসিন্দা। তার স্বামী এস এম জাহাঙ্গীর আলমও চট্টগ্রাম কাস্টমস হাউজে কর্মরত রয়েছেন। রাফেজা বেগম ওরফে নাজমা হায়দার জাতীয় অ্যাথলেটিকস ছিলেন। খুলনায় দুদকের মামলায় এটাই সর্বোচ্চ শাস্তির রায় বলে নিশ্চিত করেছেন দুদক পিপি খন্দকার মজিবর রহমান।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, আয় বহির্ভুত এক কোটি পাঁচ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম কাস্টমস হাউজের উচ্চমান সহকারি রাফেজা বেগম ওরফে নাজমা হায়দারের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০১৫ সালের ৪ এপ্রিল খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় দুদকের সহকারি পরিচালক মোশাররফ হোসেন মামলাটি করেন।

পরবর্তীতে রাফেজা বেগম ওরফে নাজমা হায়দারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক এস এম শামীম ইকবাল। খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিশেষ ৮/১৭ এ মামলায় মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।

রায় ঘোষণাকালে আসামি রাফেজা বেগম ওরফে নাজমা হায়দার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

সূত্র, ঢাকা টাইমস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *