খুলনায় এসডিজি বাস্তবায়ন বিষয়ক সেমিনার

অপরাজেয় বাংলা ডেক্স
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে কারিতাস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়কারী সংগঠন (এডাব) খুলনা শাখা এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে খুলনায় এসডিজির অভীষ্ট লক্ষ্য নিয়ে কাজ করা এনজিওগুলোর বিভিন্ন সমস্যা এবং এ থেকে উত্তরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। করোনা পরিস্থিতির কারণে এসডিজির কার্যক্রমে শিথিলতা আসলেও উন্নয়নের স্বার্থে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো সরকারি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে একমত হন।
সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম